''Land of Ruby'' নামে পরিচিত কোন অঞ্চল?
উঃ মোগক উপত্যকা,,মান্দালয়,,মিয়ানমার।
★''Land of the Lord'' কি?
উঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতালদের নিয়ে নির্মিত প্রামাণ্য চলচিত্র।
★''Light House o f Europe'' বলা হয় কোন শহরকে?
উঃ কর্ডোভা,,স্পেন।
★"Mossack Fonseca'' কোন দেশভিত্তিক আইনী পরামর্শদানকারী সংস্থা?
উঃ পানামা।
★''Queen of Facebook'' বলা হয় কোন সঙ্গীত শিল্পীকে?
উঃ শাকিরা।
★"Red Tapism'' কিসের সাথে সম্পর্কিত?
উঃ আমলাতন্ত্র।
★ ''Revolutionary Guard'' কোন দেশের সেনাবাহিনী?
উঃ ইরান।
★"Revolutionary Square'' কোথায় অবস্থিত?
উঃ হাভানা,,কিউবা।
★"Six Party Talks'' কি?
উঃ ইরানের পরমানু বিষয়ক আলোচনা (p5+1).
★ ''SEA-ME-WE'' এর পূর্ণরুপ কি?
উঃ South East Asia Middle East Western Europe.
★ ''Tears of Fire'' কি?
উঃ মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র।
★ ''The Temple of Bell'' কোথায় অবস্থিত?
উঃ সিরিয়া।
★ ''Top Leader of the Planet'' কার আত্মজীবনী?
উঃ ভ্লাদিমির পুতিন।
★ ''The Merchant of Death is Dead'' কার সম্পর্কে বলা হয়েছিল?
উঃ আলফ্রেড নোবেল।
★ ''White Ferns'' কোন দেশের মহিলা ক্রিকেট দলের নাম?
উঃ নিউজিল্যান্ড।