‘স্ট্যাচু অব ক্রাইষ্ট দ্য রিডিমার’ অবস্থিত – ব্রাজিলে।
২। পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানীকারক দেশ – কিউবা।
৩। কার্পেট রপ্তানীতে শীর্ষ দেশ -- ইরান।
৪। বিশ্বের সবচেয়ে বেশী চা উৎপন্ন হয় -- ভারত ।
৫। পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয় -- এশিয়া মহাদেশে।
৬। পৃথিবীর শ্রেষ্ঠ চলচিত্র শিল্প -- হলিউড, যুক্তরাষ্ট্র ।
৭। পৃথিবীর সবচেয়ে বেশী জুয়েলারী তৈরীর দেশ -- ইটালী ।
৮। প্রধান চা আমদানীকারক দেশ -- যুক্তরাষ্ট্র ।
৯। বিশ্বের বেশী তেল উৎপাদনকারী দেশ -- যুক্তরাষ্ট্র ।
১০। বিশ্ব ব্যাংক থেকে সবচেয়ে বেশী ঋন নিয়েছে -- ভারত ।
১১। বিশ্বের বৃহত্তম তেল কুপ -- ব্রাজিলের পি-৩৬।
১২। মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ -- হংকং।
১৩। বিদ্রোহী গেরিলা নেতা মার্ক টেলরের নাম যে দেশের সাথে জড়িত – লাইবেরিয়া ।
১৪। যে সম্মেলনে কমনওয়েলথ গঠনের ধারনা জন্মে – ইম্পিরিয়াল সম্মেলন।
১৫। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার নিষিদ্ধ করা হয় – ১৯৬০ সালে ।
১৬। দক্ষিণ এশিয়ার যে দেশে জন্মলগ্ন থেকে গণতন্ত্র চালু আছে -- ভারত।
## কিছু হস্তান্তরিত অঞ্চলঃ-
১৭। ওকিনাওয়া – ১৯৭২ সালে যুক্তরাষ্ট্র জাপানের নিকট হস্তান্তর করে।
১৮। দিয়াগো গার্সিয়া – ১৯৭৪ সালে এই ঘাঁটি বৃটেন যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করে।
১৯। হংকং – ১ জুলাই, ১৯৯৭ সালে বৃটেন চীনের নিকট হস্তান্তর করে।
২০। ম্যাকাও – ১৯ ডিসেম্বর, ১৯৯৯ সালে পর্তুগাল চীনের নিকট হস্তান্তর করে।
২১। পানামা খাল – ৩১ ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার নিকট হস্তান্তর করে।