14 May


ি_টেকনিক

যে দেশের মুদ্রার নাম "ক্রোনার":-

# টেকনিক - ১। নর-নারি আইছে সুইডেন হয়ে ডেনমার্কে।

★ নর = নরওয়ে

★ আইছে = আইসল্যান্ড

★ সুইডেন = সুইডেন

★ ডেনমার্ক = ডেনমার্ক

যে দেশের মুদ্রার নাম "লিরা":-

#টেকনিক- ২। তোর বেটি?

★তোর = তুরস্ক

★বেটি =ভ্যাটিকান

তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন ৫টি নদী।

# টেকনিকঃ- ৩। (YES -JB)

Y = ইয়াংসিকিয়া

E = ইরাবতী

S = সিন্দু

J = যমুনা

B = ব্রহ্মপুত্র

ভারতের ছিটমহল গুলো (১১১) বাংলদেশের যে সকল জেলায় অবস্থিত ছিলঃ-

#টেকনিক- ৪। কুলাপনী।

★ কু = কুড়িগ্রাম (১২টি)

★ লা = লালমনিরহাট (৫৯টি)

★ প = পঞ্চগড় (৩৬টি)

★ নী = নীলফামারী (৪টি)

যে সব দেশের মুদ্রার নাম "পেসো":-

#টেকনিক- ৫। আজ চিলি ও ফিলি কলেজে মেক্সি পরে গেলে সবাই পেসোন থেকে উকি মেরে দেখে।

★ আজ = আর্জেন্টিনা

★ চিলি = চিলি

★ ফিলি = ফিলিপাইন

★কলেজ = কলম্বিয়া

★উ = উরুগুয়ে

★কি = কিউবা

Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING