ইউরোপীয় ইউনিয়নের ৯ টি দেশ ইউরো গ্রহণ করেনিঃ-
# টেকনিক -১। হাবু পোলা রোডের চেক পয়েন্টে সুই বিক্রয় করে।
★ হা = হাঙ্গেরি
★ বু = বুলগেরিয়া
★ পোলা = পোল্যান্ড
★ রো = রোমানিয়া
★ ডে = ডেনমার্ক
★ চেক পয়েন্ট = চেক প্রজাতন্ত্র
★ সু = সুইডেন
★ ই = ইংল্যান্ড
★ ক্রয় = ক্রোয়েশীয়
মুসলিম না হয়েও ওআইসির সদস্য দেশঃ-
#টেকনিক -২। কেউ বেসুরো মেজাজে গান গায়।
★ কে = ক্যামেরুন
★ উ = উগান্ডা
★ বে = বেনিন
★ সুরো = সুরিনাম
★ মেজা = মোজাম্বিক
★ গায় = গায়ানা