কর্তৃকারক:
কর্তৃকারক: বাক্যের মধ্যে ডিউটি পালন করে যে কর্তা সে অর্থাৎ, কর্তা কাজটি সম্পন্ন করে।
উদাহরণ -----------------------ব্যাখ্যা
*মেয়েরা ফুল তোলে ------ কাজ করছে মেয়েরা। সুতরাং ‘মেয়েরা’ কর্তৃকারক।
*নগরে রাজা এলো -------- বাক্যে কাজ করছে রাজা। সুতরাং ‘রাজা’ কর্তৃকারক।
⭕️2. কর্মকারক
কর্মকারক: কর্মের কোন দায়িত্ব নেই অর্থাৎ, কর্মের কোন কাজ নেই।
উদাহরণ ------------- ব্যাখ্যা
*আমি বই পড়ি ---- যে কাজ করে (আমি) সে কর্তা । এখানে বইয়ের কোন দায়িত্ব নেই তাই “বই” কর্ম।
*ঘোড়া গাড়ি টানে -- যে কাজ করে সে (ঘোড়া) কর্তা। ‘গাড়ির’ কোন দায়িত্ব নেই তাই সেটা কর্ম।
⭕️3.করণ কারক
করণকারক: যে কাজে সাহায্য করবে সে হচ্ছে করণ কারক। যন্ত্র/ মাধ্যম/সাহায্যকারী/উপায় ইত্যাদি বোঝায়।
উদাহরণ ----------------------- ব্যাখ্যা
*নীরা কলম দিয়ে লেখে --- বাক্যের মধ্যে ‘কলম’ লেখার জন্য সাহায্য করে। সুতরাং ‘কলম’ করণ কারক।
*লাঙল দ্বারা জমি চাষ করা হয় --- ‘লাঙল’ জমি চাষ করতে সাহায্য করে। সুতরাং ‘কলম’ করণ কারক।
⭕️4. সম্প্রদান কারক
সম্প্রদান কারক : যে দান গ্রহণ করবে সে সম্প্রদান অর্থাৎ কাউকে কিছু দিলে, যে গ্রহণ করবে সেই সম্প্রদান।
উদাহরণ ---------------------- ব্যাখ্যা
*ভিক্ষুককে ভিক্ষা দাও ----- এখানে ভিক্ষা দান গ্রহণ করেছে ভিক্ষুক। তাই ‘ভিক্ষুক’ সম্প্রদান কারক।
*গুরুজনে ভক্তি দাও --------- গুরুজন ভক্তি গ্রহণ করে। সুতরাং ‘গুরুজন’ সম্প্রদান।
সমাস: এভাবে শেখা যেতে পারে....
⭕️1. দ্বিগু সমাস: সংখ্যা + সংখ্যার সমসংখ্যক জিনিস থাকবে। সংখ্যা যত জিনিস তত। যেমন:
চৌরাস্তা এখানে 4 টি রাস্তা
তেরনদী ” 13 টি নদী আছে
সাতরাস্তা ” 7 টি রাস্তা আছে
নোট : কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহিতে সংখ্যা থাকলেও একটি মাত্র জিনিস থাকবে। যেমন: ত্রিশাল = 1টি উপজেলা, সেতার = 1টি যন্ত্র।
⭕️2. দ্বন্দ্ব সমাস : যা যা লেখা হয় তাই তাই পাওয়া যায়।
যেমন: ‘রামছাগল’ বললে 1টি ছাগল পাওয়া যায় তাই এটা দ্বন্দ্ব নয় কর্মধারায়।
নোট: কিন্তু ‘গরু-ছাগল’ বললে গরু+ছাগল উভয় পাওয়া যায় তাই ” গরু-ছাগল” দ্বন্দ্ব।
⭕️3. কর্মধারয়:
i) সাধারণ : বামে ব্যাখ্যা/বিবরণ + ডান দিক পাওয়া যায়। যেমন:
পাতিলেবু = লেবু
রামছাগল = ছাগল
কদবেল = বেল
মহানবী = নবী * এখানে 1টি করে জিনিস পাওয়া গেছে |