১।চর্যাপদে পদের সংখ্যা
= ৫১ টি । পাওয়া গেছে সাড়ে চেচল্লিশটি । যায়নি
( ২৩ এর অর্ধেক , ২৪ , ২৫, ৪৮)
২।চর্যাপদের কবির সংখ্যা
= ২৩/২৪
৩।চর্যাপদের প্রবাদ বাক্য
= ৬টি
৪।শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খণ্ড সংখ্যা
= ১৩টি
৫।শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পদসংখ্যা
= ৪১৮টি
৬।প্রধান মঙ্গলকাব্য কতটি
= ৩( মনসা , চণ্ডীমঙ্গল , অন্নদামঙ্গল)
৭।একটি পূর্ণাঙ্গ মঙ্গলকাব্যের কতটি অংশ থাকে ?
= ৫
৮।মঙ্গলকাব্যের সন্ধান পাওয়া কবির সংখ্যা
= ৬২
৯।সাহিত্য রস
= ৯
১০। সাহিত্য অলঙ্কার
= ২
১১। ছন্দের প্রকারভেদ
= ৩
১২।রামায়ণের খণ্ড সংখ্যা
= ৭
১৩।জাত মহাকাব্য
= ৪টি(( ১. রামায়ণ- বাল্মীকি রচিত ২. মহাভারত- ব্যাসদেব রচিত ৩. ইলিয়ড - হোমার রচিত ৪. ওডিসি- হোমার রচিত।)
১৪।বৈষ্ণব পদকর্তা ' চন্ডীদাস' কতজন ?
= ৪( বড়ু , দিন , দ্বীজ , অনন্ত)