চর্যাপদের ভাষাকে হিন্দি বলে কে দাবী করেন?
উঃ - বিজয়চন্দ্র মজুমদার।
২) "নবচর্যাপদ" কবে প্রকাশিত হয়?
উঃ - ১৯৮৯ খ্রিস্টাব্দে।
৩) "খেতুরীর মহোৎসব" কে চালু করেন?
উঃ - নরোত্তম দাস।
৪) মৃগলুব্ধের আদি কবি কে ছিলেন?
উঃ - রামরাজা।
৫) কবীন্দ্র পরমেশ্বর দাসের কাব্যের নাম কী?
উঃ - "পাণ্ডববিজয় পাঞ্চালিকা"।
৬) ভারতচন্দ্রের কৌলিক উপাধি কী ছিল?
উঃ - মুখোপাধ্যায়।
৭) মাগন ঠাকুর রচিত কাব্যটির নাম কী?
উঃ - "চন্দ্রাবতী"।
৮) "হরিবল্লভ" ভনিতাটি কে ব্যবহার করেন?
উঃ - বিশ্বনাথ চক্রবর্তী।
৯) মধ্যযুগের কোন নারী পুরুষের মতো দীক্ষাগুরু ছিলেন?
উঃ - জাহ্নবী দেবী।
১০) সিম্পসন তাঁর কোন গ্রন্থে শৈলীবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন?
উঃ - "Language Through Literature".
১১) বাংলা ভাষায় প্রথম কে পদাবলী রচনা করেন?
উঃ - চন্ডীদাস।
১২) "চন্ডীদাস দুঃখের কবি" - এই মন্তব্যটি কে করেন?
উঃ - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
১৩) চন্ডীদাস কোন বিষয়ক পদে শ্রেষ্ঠত্ব অর্জন করেন?
উঃ - আক্ষেপানুরাগ ও পূর্বরাগ।
১৪) চন্ডীদাস কোন দেবীর উপাসক ছিলেন?
উঃ - বাসুলী দেবীর / দেবী চন্ডীর।
১৫) চন্ডীদাস সমস্যার উদ্ভব কখন হয়?
উঃ - ১৯০৯ খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ কর্তৃক "শ্রীকৃষ্ণকীর্তন কাব্য" আবিষ্কারের পর।
১৬) "চন্ডীদাস ও বিদ্যাপতি" গ্রন্থে শঙ্করীপ্রসাদ বসু চন্ডীদাসকে কোন কবি বলে উল্লেখ করেছেন?
উঃ - "কবি তাপস"।
১৭) "চন্ডীদাস যে বেদনার কবি" - তা কোন পর্যায়ের পদ থেকে জানা যায়?
উঃ - আক্ষেপানুরাগ।
১৮) চন্ডীদাসের জীবনী বিষয়ক গ্রন্থটি কে লেখেন?
উঃ - কৃষ্ণপ্রসাদ সেন।
১৯) চন্ডীদাসের ভনিতাযুক্ত জন্মলীলার পদগুলি কবে, কোথা থেকে কে সংগ্রহ করেন?
উঃ - ১৩২১ বঙ্গাব্দে "বঙ্গীয় সাহিত্য পরিষদ" পত্রিকার প্রথম সংখ্যা থেকে ব্যোমকেশ মুস্তাফি সংগ্রহ করেন।
২০) "Poetry is the spontaneous overflow of powerful feelings" - কবিতার এই সংজ্ঞাটি কার প্রদত্ত?
উঃ - উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ।
২১) "অমৃতবাজার" প্রথমে কী ধরনের পত্রিকা ছিল?
উঃ - "সাপ্তাহিক"।
২২) রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বে দুজন সাহিত্যিকের রচনায় রাজা প্রতাপাদিত্যের বর্ণনা পাওয়া যায়। সেই রচনা দুটি কী কী এবং রচনা দুটির লেখক কারা ছিলেন?
উঃ - (ক) "রাজা প্রতাপাদিত্য চরিত্র" (১৮০১) : রামরাম বসু।
(খ) "অন্নদামঙ্গল কাব্য" (১৭৫২) - ভারতচন্দ্র রায়গুণাকর।
২৩) সনেটের উদ্ভব কোথায় হয়? সনেটের জনক কে?
উঃ - ইতালিতে। পেত্রার্ক।
২৪) "শ্রীকৃষ্ণসন্দর্ভ" গ্রন্থটির রচয়িতা কে?
উঃ - শ্রীজীব গোস্বামী।
২৫)z সুনীল গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনীমূলক দুটি গ্রন্থের নাম কী?
উঃ - (ক) "অর্ধেক জীবন" এবং (খ) "ছবির দেশে, কবিতার দেশে"।