28 Apr

১. বাংলাদেশ সংবিধান রচনার প্রথম পদক্ষেপ :- গণ-পরিষদ আদেশ জারি।

২. গণ পরিষদ আদেশ জারি করা হয় :- ২৩ মার্চ, ১৯৭২ ***

৩. গণ পরিষদের প্রথম অধিবেশন বসে :- ১০এপ্রিল,১৯৭২ ***

৪. গণ পরিষদের প্রথম স্পীকার :- শাহ আব্দুল হামিদ

৫. গণ পরিষদের সদস্য :- ৪০৩

৬. গণ পরিষদের প্রথম অধিবেশনের সভাপতি করেন :- মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ।***

৭. সংবিদান রচনা কমিটির সদস্য :- ৩৪

৮. কমিটির প্রধান/ সংবিধানের রূপকার:-ড. কামাল হোসেন

৯. একমাত্র মহিলা সদস্য :- বেগম রাজিয়া বানু

১০. খসড়া সংবিধান গণ পরিষদে উত্থাপন করা হয় :- ১২ অক্টোবর, ১৯৭২ ***

১১. গণ-পরিষদে সংবিধান গৃহীত ও কার্যকরী হয় :- ৪ নভেম্বর, ১৯৭২ ***(সংবিধান দিবস ৪ নভেম্বর)

১২. বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের মূল লেখক :- আব্দুর রউফ ***

১৩. বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের অঙ্গসজ্জা করেন : শিল্পী জয়নুল আবেদীন

১৪. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় :- ১৬ ডিসেম্বর,১৯৭২ ***

১৫. বিবিধ :-

অনুচ্ছেদ - ১৫৩ টি

ভাগ :- ১১ টি

মূলনীতি :- ৪ টি।

সংশোধনী:১৭টি

১৬. গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ :

২ (ক) --- রাষ্ট্রধর্ম

৪(ক) ---- জাতির পিতার প্রতিকৃতি

৭ ---- জণগনই সার্বভৌম ক্ষমতার মালিক (সাংবিধানিক প্রাধান্য) ****

১২ --- ধর্ম নিরপেক্ষতা *****

১৫ ---- মৌলিক চাহিদা/ প্রয়োজন

১৭----- শিক্ষার অধিকার

২২ ---- নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ

২৫--- পররাষ্ট্রনীতি

২৭----সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান ***

২৮(২) ----- সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার

৩৬ ------ চলাফেরার স্বাধীনতা

৩৯------ বাকস্বাধীনতা

৫৯---- -- স্থানীয় সরকার

৬৪ ------ এটর্নি জেনারেল

৭৭----- ন্যায়পাল

৯৩---- অধ্যাদেশ

১০২ ---- সংক্ষুব্ধ ব্যাক্তি রিট্ (WRIT) করতে পারেন।***

১১৭ ----- প্রশাসনিক ট্রাইবুনাল

১১৮ ----- নির্বাচন কমিশন *****

১২৭----- মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রক

১৩৭----- সরকারী কর্মকমিশন প্রতিষ্টা / পিএসসি প্রতিষ্টা (নবম ভাগে) *****

১৪১(ক) ---- জরুরী অবস্থা ঘোষণা

১৪২ ------ সংবিধান সংশোধন

১৭. সংসদ অধিবেশনের কোরাম :- ৬০ জন

১৮. রাষ্ট্রপতির কাছে কোন বিল পেশ করার কত দিনের মধ্যে পাশ করতে হয়:- ১৫ দিন।

১৯. সুপ্রিম কোর্টের বিচারপতির মেয়াদ :- ৬৭ বছর

২০. প্রথম বিচারপতি :- এ,এস,এম সায়েম

বর্তমান :-সৈয়দ মাহমুদ হোসেন (২২তম)

২২. রাষ্ট্রপতি কার প্রতি পদত্যাগ করেন :- স্পীকার

২৩. নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয় :- ৩০ দিনের মধ্যে

২৪. ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয় :- ১২ নভেম্বর, ১৯৯৬ ****

২৫. বাংলাদেশের সংবিধানের সাথে কবে "স্বাধীনতার ঘোষণাপত্র " জারি করা হয় :- ১৯৯৯ সালে

২৬. এই পর্যন্ত গণভোট হয়েছে --- ৩ বার।

Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING