27 Apr

সুবেদারী শাসনের বদলে বাংলায় চালু হয় - স্বাধীন নবাবী শাসন।


☞ বাংলার প্রথম নবাব - মুর্শিদকুলী খান।


☞ বাংলার প্রথম স্বাধীন নবাব - মুর্শিদকুলী খান।


☞ বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন - মুর্শিদকুলী খান।


☞ মারাঠাদের প্রতিহত করেন - নবাব আলীবর্দী খান।


☞ সিরাজউদ্দৌলার নানা ছিলেন - আলীবর্দী খান।


☞ বাংলার শেষ স্বাধীন নবাব - সিরাজউদ্দৌলা।


☞ বাংলার শেষ নবাব - নিজামউদ্দৌলা।


☞ মুঘল সাম্রাজ্যের পতন হয় - ১৮৫৭ সালে।


☞ সিপাহী বিদ্রোহের সাথে জড়িত স্থান - বাহাদুর শাহ পার্ক।


☞ মুঘল সাম্রাজ্যের স্থিতিকাল ছিল - ৩৩১ বছর (১৫২৬ - ১৮৫৭)।


☞ মুঘল সাম্রাজ্যের মোট শাসক ছিলেন - ১৭ জন।


☞ শেষ মুঘল সম্রাট ছিলেন - দ্বিতীয় বাহাদুর শাহ।


☞ দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় - রেঙ্গুনে।


☞ দ্বিতীয় বাহাদুর শাহ মৃত্যুবরণ করেন - ১৮৬২ সালে।


☞ মুঘল আমলে উৎকৃষ্ট কাপার্স দিয়ে তৈরি হতো - মসলিন বস্ত্র।


☞ ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয় - মুঘল আমলে।


☞ ঢাকা শহরের গোড়াপত্তন হয় - মুঘল আমলে।


☞ মুঘল আমলে প্রাদেশিক রাজধানীর দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তিকারী প্রধান বিচারপতির উপাধি ছিল - কাজী।


☞ ভারতীয় উপমহাদেশে পর্তুগিজরা আগমন করে - ১৫১৬ সালে।


☞ ফিরিঙ্গি নামে পরিচিত ছিল - পর্তুগিজরা।


☞ পর্তুগিজরা বাংলায় আগমন করে - ১৫১৬ সালে।


☞ ভারতে পর্তুগিজ উপনিনেশগুলোর প্রথম গভর্নর ছিলেন - আলবুকার্ক।


☞ পর্তুগিজ জলদস্যুদের বলা হতো - হার্মাদ।


☞ ভারতের প্রাচীন নাম - জম্বুদ্বীপ।


☞ ভারতে আসার জলপথ আবিস্কারের কৃতিত্ব - পর্তুগিজদের।


☞ পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতবর্ষে আগমন করেন - ১৪৯৮ সালে।


☞ ভাস্কো দা গামা ভারতে প্রথম অবতরণ করেন - কালিকট বন্দরে।


☞ পর্তুগিজরা এদেশে ব্যবসা বাণিজ্য করার অনুমতি পায় - সম্রাট আকবরের আমলে।


☞ পর্তুগিজরা বাংলায় প্রথম ঘাঁটি স্থাপন করে - ১৫১৬ সালে।


☞ পর্তুগিজদের পরে আসে - ডাচ বা ওলন্দাজরা।


☞ ওলন্দাজরা বাংলায় আসে - ১৬০২ সালে।


☞ ওলন্দাজরা যে দেশের নাগরিক - হল্যান্ড বা নেদারল্যান্ড এর।


☞ ওলন্দাজ উপমহাদেশে ঘাঁটি স্থাপন করেন - মুসলিমপট্টমে।


☞ ইস্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় - ১৬০০ সালে (২১৮ জন অংশীদার)।


☞ ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলায় আসে - ১৬০৮ সালে।


☞ ইংরেজদের বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন - সম্রাট জাহাঙ্গীর।


☞ সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত - স্যার টমাস রো।


☞ দ্বিতীয়বার এসে কুঠি স্থাপনের অনুমতি পান - জব চার্ণক।


☞ ইংরেজরা কলকাতার আশেপাশের ৪৮টি গ্রাম ক্রয়ের অনুমতি পান - সম্রাট ফররুখশিয়ার কাছ থেকে।


☞ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী যে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার দিওয়ানি লাভ করে - ২য় শাহ আলম।


☞ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন - ১৭৬৫ সালে।


☞ ইংরেজরা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন - ১৭০০ সালে।


☞ ইংরেজরা উপমহাদেশে প্রথম কুঠি স্থাপন করে - সুরাটে।


☞ ইংরেজরা বাংলায় প্রথম কুঠি স্থাপন করে - পিপিলাইয়ে।


☞ চন্দননগর (পশ্চিমবঙ্গ) এক সময় যার উপনিবেশ ছিল - ফ্রান্স।


☞ কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন - জব চার্ণক।


☞ উপমহাদেশে দিনেমার নামে পরিচিত - ডেনমার্কের অধিবাসী।


☞ দিনেমারগণ তাদের বাণিজ্য কুঠি বিক্রয় করে দেয় - ইংরেজদের নিকট।


☞ দিনেমারগণ ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে এদেশে আসে - ১৬১৬ সালে।


☞ ফরাসিরা বাংলায় আসেন - ১৬৬৮ সালে।


☞ উপমহাদেশে ইউরোপীয় সাম্রাজ্য স্থাপনের প্রথম চেষ্টা করেছিল - ফরাসিরা।


☞ ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ উপমহাদেশে আসে - ফরাসিরা।


☞ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় - ১৬৬৪ সালে।


☞ ফরাসিরা সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে - ১৬৬৮ সালে।


☞ ফরাসিরা তাদের ফ্যাক্টরি নির্মাণ করে - চন্দন নগরে।


☞ উপমহাদেশে যে দুই জাতি পরস্পর যুদ্ধে লিপ্ত ছিল - ইংরেজ ও ফরাসি।


☞ বাংলায় ফরাসিদের শ্রেষ্ঠ কুঠি ছিল - চন্দন নগরে।


☞ ইংরেজরা চন্দন নগর দখল করে - ১৭৫৭ সালে।


☞ সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন - ১৭৫৬ সালে।


☞ সিরাজের শত্রু কৃষ্ণদাসকে আশ্রয় দেয় - ইংরেজরা।


☞ সিরাজউদ্দৌলার প্রকৃত নাম - মীর্জা মুহাম্মদ।


☞ নবাব আলীবর্দী খান মৃত্যুবরণ করেন - ১৭৫৬ সালে।


☞ নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন - ১৭৫৬ সালে।


☞ সিরাজউদ্দৌলা কলকাতা নগরী দখল করেন - ১৭৫৬ সালে।


☞ কলকাতার নাম পরিবর্তন করে আলিনগর রাখেন - সিরাজউদ্দৌলা।


☞ পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন - রবার্ট ক্লাইভ।


☞ পলাশীর যুদ্ধ অনুষ্ঠিত হয় - ২৩ জুন, ১৭৫৭ সালে।


☞ নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম - মোহাম্মদী বেগ।


☞ মীর কাসিম ছিলেন - মীরজাফরের জামাতা।


☞ বক্সারের যুদ্ধ হয়েছিল - ১৭৬৪ সালে।


☞ বক্সারের যুদ্ধ সংগঠিত হয় - ইংরেজ ও মীর কাসিমের মধ্যে।


☞ অজ্ঞাত অবস্থায় ১৭৭৭ সালে মীর কাসিম মৃত্যুবরণ করেন - দিল্লীতে।

Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING