মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন - ইন্দিরাগান্ধী।
☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন - নিকোলাই পদগর্ণি।
☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী ছিলেন - আলেক্সেই কোসিগিন।
☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন - রিচার্ড নিক্সন।
☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন - হেনরি কিসিঞ্জার।
☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে চীনের প্রেসিডেন্ট ছিলেন - দোং বিষু।
☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে চীনের প্রধানমন্ত্রী ছিলেন - ঝু এনলাইন।
☞ মুক্তিযুদ্ধকালীন নিজস্ব ডাকটিকিট প্রবর্তন করা হয় - ২৯ জুলাই, ১৯৭১।
☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে ডাকবিভাগের প্রথম পোস্টমাস্টার ছিলেন - মওদুদ আহমেদ।
☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রথম ডাকটিকিটের নকশা করেন - বিমান মল্লিক।
☞ মুক্তিযুদ্ধকালীন সময়ে ডাকটিকিটগুলো ছাপানো হয় - ইংল্যান্ডের ফরম্যাট ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেস হতে।
☞ শহীদ বুদ্ধিজীবী দিবস - ১৪ ডিসেম্বর।
☞ মুক্তিযুদ্ধে নিহত একমাত্র নারী সাংবাদিক - সেলিনা পারভীন।
☞ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পূর্বাঞ্চলীয় কমান্ডার লেঃ জেনারেল নিয়াজীর নিকট যুদ্ধ বন্ধ এবং আত্নসমর্পনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন - ১৪ ডিসেম্বর, ১৯৭১।
☞ পাক বাহিনী আত্নসমর্পন করে - ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল ৪ টা ৩১ মিনিটে।
☞ পাক বাহিনী আত্মসমর্পণ করে - রেসকোর্স ময়দানে।
☞ জেনারেল নিয়াজি আত্মসমর্পনের জন্য যোগাযোগ করে - মার্কিন দুতাবাসে।
☞ আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বাক্ষর করেন - ২ জন।
☞ পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন - জেনারেল নিয়াজি।
☞ যৌথবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন - লে. জে. জগজিৎ সিং অরোরা।
☞ আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন - এ.কে. খন্দকার।
☞ আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না - এম এ জি ওসমানী (সিলেটে ছিলেন)।
☞ বাংলাদেশের পক্ষে আত্মসমর্পণ দলিল তৈরি করেন - জ্যাকব, নাগরা ও কাদের সিদ্দিকী।
☞ পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণ দলিল তৈরি করেন - নিয়াজি, রাও ফরমান ও জামশেদ।
☞ নিয়াজি আত্মসমর্পণ করেন - ৯১,৫৪৯ জন সৈন্য নিয়ে।
☞ মুক্তিযুদ্ধে একমাত্র মহিলা কমান্ডার ছিলেন - আশালতা বৈদ্য (কোটালিপাড়া, গোপালগঞ্জ)।
☞ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন - বঙ্গবন্ধু।
☞ মুক্তিযুদ্ধের সেক্টর ছিল - ১১ টি।
☞ মুক্তিযুদ্ধের সাব-সেক্টর ছিল - ৬৪ টি।
☞ ১০ নং সেক্টর ছিল - নৌ সেক্টর।
☞ নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না - ১০ নং সেক্টরে।
☞ দেশকে ১১ টি সেক্টরে ভাগ করেছিলেন - তাজউদ্দিন আহমেদের নির্দেশে এম এ জি ওসমানী।